প্রশাসন

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ

প্রকল্পের নাম: বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রকল্প-১

শেওলা,ভোমরা,রামগড় স্থলবন্দর উন্নয়ন এবং বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্প

উদ্যোগী মন্ত্রণালয়ঃ নৌ-পরিবহন মন্ত্রণালয়
বাস্তবায়নকারী সংস্থাঃ বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ (বিএলপিএ)

প্রকল্পের মেয়াদঃ
শুরু : ১লা জুলাই, ২০১৭
সমাপ্তি : ৩০শে জুন, ২০২১

প্রকল্পের উদ্দেশ্য:

  • ভোমরা, শেওলা ও রামগড় স্থল বন্দরের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ
  • সিসিটিভি স্থাপনের মাধ্যমে বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন
  • বাংলাদেশ ও ভারতের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনপূর্বক স্থলপথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিকরণ
  • স্থলপথে পার্শ্ববর্তী দেশসমূহের ক্রস বর্ডার  বাণিজ্য সুবিধা বৃদ্ধিকরণ

প্রকল্পের প্রাক্কলিত ব্যয়:

ক্রমিক নংঅর্থায়ন পদ্ধতিপরিমাণ (লক্ষ টাকায়)পরিমাণ (মিলিয়ন ডলারে)অর্থায়নের ভাগ (%)
১।বিশ্বব্যাংক৫৯২৫৫.৮০৭৫.০০৮৫.৫১%
২।জিওবি১০০৪৪.৩৩১২.৭১১৪.৪৯%
মোট৬৯৩০০.১৩৮৭.৭১১০০%

প্রকল্পের মুল কার্যক্রম:

  • ৪২.৬০ একর ভূমি অধিগ্রহণসহ শেওলা, রামগড় ও ভোমরা স্থলবন্দরের ভূমি উন্নয়ন, নিরাপত্তা প্রাচীর, ওয়্যার হাউজ, অভ্যন্তরীণ রাস্তা, ইয়ার্ড , ট্রান্সশিপমেন্ট  সেড নির্মাণ
  • বেনাপোল স্থলবন্দরে সিসিটিভি ও গেইট পাস সিস্টেম স্থাপনসহ নিরাপত্তা প্রাচীর নির্মাণ ইত্যাদি।

প্রকল্প এলাকা:

  • বেনাপোল স্থলবন্দর
  • ভোমরা স্থলবন্দর
  • শেওলা স্থলবন্দর
  • রামগড় স্থলবন্দর

নোটিশসমূহ

Links