প্রকল্পের নামঃ বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১, বাণিজ্য মন্ত্রণালয় অংশ
প্রকল্পের উদ্দেশ্যঃ
আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে নারী উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সমন্বয় এবং দক্ষতা বৃদ্ধিমূলক সহায়তার মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়ন এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সার্বিক সমন্বয় সহ বাংলাদেশ ট্রেড পোর্টাল এর অব্যাহত উন্নয়ন এবং একটি জাতীয় বাণিজ্য তথ্য অনুসন্ধান কেন্দ্র প্রতিষ্ঠা।
প্রকল্পের সুর্নিদিষ্ট কার্যক্রম
- দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সার্বিক সমন্বয়ের জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়ন পরিবীক্ষণের উদ্দেশ্য কেন্দ্রীয় পর্যায়ে গঠিত ন্যাশনাল ট্রেড এ্যান্ড ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেশন কমিটি-কে সার্বিক সহায়তা প্রদান;
- রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের সাথে সংশ্লিষ্ট বিষয়ে স্টাডি/গবেষণা সম্পাদন;
- নারী উদ্যোক্তাদের সহায়তার উদ্দেশ্যে প্রশিক্ষণ সহ পাইলট কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন;
- বাংলাদেশ ট্রেড পোর্টাল এর অব্যাহত উন্নয়ন এবং একটি জাতীয় বাণিজ্য তথ্য অনুসন্ধান কেন্দ্র প্রতিষ্ঠা।
প্রকল্পের অর্থায়নঃ
বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্পটি বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ঃ ৮.৬০ মিলিয়ন মার্কিন ডলার (মোট ৭১.২০ কোটি টাকা)। এ প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংক ৮.০০ মিলিয়ন মার্কিন ডলার (৬৬.৪০ কোটি টাকা) এবং বাংলাদেশ সরকার ০.৬০ মিলিয়ন মার্কিন ডলার (৪.৮০ কোটি টাকা) প্রদান করছে।
প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ঃ
ক্রমিক নং | অর্থায়ন পদ্ধতি | পরিমাণ (কোটি টাকায়) | পরিমাণ (মিলিয়ন ডলারে) | অর্থায়নের ভাগ (%) |
১। | বিশ্বব্যাংক | ৬৬.৪০ | ৮.০০ | ৯৩.০৩% |
২। | বাংলাদেশ সরকার | ৪.৮০ | ০.৬০ | ৬.৯৭% |
মোট | ৭১.২০ | ৮.৬০ | ১০০% |
প্রকল্পের বাস্তবায়ন কাল: জানুয়ারি ২০১৭ – ডিসেম্বর ২০২২